January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 11th, 2023, 8:54 pm

তৃতীয় মেয়াদে কেসিসি মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আবদুল খালেক

তৃতীয় বারের মতো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়রের দায়িত্ব গ্ৰহণ করেছেন তালুকদার আব্দুল খালেক।

বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

একই সঙ্গে কেসিসির সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ জন কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্ৰহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবিরুল জব্বার।

উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। ২০১৮ সালে দ্বিতীয়বার এবং চলতি বছর ১২ জুন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

—-ইউএনবি