December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 12:16 am

দাম সহনীয় রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ছবি: রয়টার্স

 

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আবারও সীমিত পরিসরে আমদানি খুলে দিচ্ছে। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে, যেখানে প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি আইপি ইস্যুর পাশাপাশি প্রতি আইপিতে ৩০ টনের বেশি অনুমোদন দেওয়া হবে না।

কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১ আগস্ট থেকে এ পর্যন্ত যারা আমদানির জন্য আবেদন করেছেন, শুধু তারাই আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। তবে একজন আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন।

বাজার পরিস্থিতি সহনীয় না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির এই কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএনবাংলা/