ধর্মীয় স্থানে হামলা চালানোর পরিকল্পনায় জড়িত থাকার দায়ে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই দুই ব্যক্তি শুধু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনাই করেননি, বরং নিরাপত্তা স্থাপনা ও নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করেও হামলার পরিকল্পনা করেছিলেন।
বিশ্বের অন্যতম মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এ বছর এখন পর্যন্ত ২৪২টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে চলতি বছরের আগস্টে একদিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
এসপিএ আরও জানায়, সম্প্রতি সন্ত্রাসবাদের অভিযোগে দুই সৌদি নাগরিক ও মাদক সংক্রান্ত অপরাধে ১৫ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত এক দশকে সৌদি আরবে মাদক অপরাধের দায়ে প্রায় ৬০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের প্রায় তিন-চতুর্থাংশই পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া ও মিশরসহ বিভিন্ন দেশের নাগরিক।
চলতি বছরের মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরের মোট ৩৩৮ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯০-এর দশকের শুরুর পর থেকে এটি হবে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ সংখ্যা।
এনএনবাংলা/

আরও পড়ুন
গ্রিনল্যান্ড কখনও যুক্তরাষ্ট্রের নয়: ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপীয় নেতারা
দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে নীতিমালা ও নৈতিক শিক্ষার আহ্বান
জমি দখল করে বিএনপি নেতার কলেজ, প্রতিবাদ করায় এলাকাছাড়া স্কুলশিক্ষক