নরসিংদীর শিবপুর উপজেলায় বালুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের সবুজ মিয়া (৩০), টাঙ্গাইলের আল আমিন (৩২), মাদারীপুরের আমিন মিয়া (৩৫) ও আউয়াল (৩৮), বরিশালের আরিয়ান (২৯), জামালপুরের রাজু আহমেদ (৩১) ও সাভারের মাইক্রোবাসচালক নাসির মিয়া (৩২)।
তারা সবাই সাভার এলাকার একটি পোশাক কারখানার কর্মচারী।
কবির বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তির পর আরেকজনের মৃত্যু হয়।
পরিদর্শক কবির বলেন, আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও