January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 9th, 2022, 8:47 pm

নাটোরে ইউএনও’র জিপের ধাক্কায় সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় ইউএনও’র জিপের ধাক্কায় সোহেল আহমেদ জীবন নামে স্থানীয় এক সংবাদকর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার নিঙ্গুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল আহমেদ বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক দুরন্ত সংবাদ’ পত্রিকার সিংড়া প্রতিনিধি।

জানা যায়, সোহেল আহমেদ সোমবার সকাল ১০টায় সিংড়া শহর থেকে বন্দর এলাকায় যাচ্ছিলেন। এসময় নিঙ্গুইন এলাকায় পৌঁছলে পার্শবর্তী নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি জিপের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

—ইউএনবি