December 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 8:19 pm

নাটোরে বিএনপির একই সময় পাল্লাপাল্টি সমাবেশ  সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রীর চাচা শ্বশুর ও বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

‎নাটোর প্রতিনিধি

‎নাটোর- ৬০ (সিংড়া) ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক  আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর  অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা। এই আসনে বিএনপি কর্তৃক আনুকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এরই প্রতিবাদে মঙ্গলবার (৯ ডিসেস্বর) বিকেলে নাটোর-বগুড়া সহাসড়কে সিংড়া বাসষ্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে । এর আগে সিংড়ার বিভিন্ন এলাকা থেকে দাউদারের হাজার হাজার কর্মী-সমর্থক মিছিল নিয়ে বাসষ্ট্যান্ডে চত্বরে এলে শুরু হয় প্রতিবাদ। এক পর্যায়ে  মিছিলটি বিক্ষোভ করে  মহাসড়ক অবরোধ শুয়ে পড়েন। তারা ঘণ্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে এসময় প্রার্থিতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে দাউদার মাহমুদ এসে তাদের শান্ত করে দেশ নেত্রীর জন্য  দোয়া ও মোনাজাত করে সন্ধ্যায় তারা মহাসড়ক ছেড়ে দেন।

এ বিক্ষোভে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন- সিংড়া পৌর বিএনপির সাবেক সদস সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, যুব নেতা আব্দুল্লাহ আল মমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, উপজেলা বিএনপি সদস্য সবুজ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনিসহ অন্যরা।

‎বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা বিগত ফ্যাসিবাদের সময় মাঠে থেকে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি তবুও মাঠ ছাড়িনি। যিনি দীর্ঘ ১৭ বছর সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত হয়েছে, আজ তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তারেক রহমানকে বলতে চাই, দুঃসময়ে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের একটাই দাবী, প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবী জানাচ্ছি। নাটোর-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে দাউদার মাহমুদকে মনোনয়ন দিতে হবে।

এদিকে একই সময় সিংড়া গোল-ই-আফরোজ কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ করেছেন, অধ্যক্ষ আনুর সর্মথকরা।

এতে পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক  অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল,  কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উজেলা যুবদলে যুগ্ম আহবায়ক হুমায়ন কবির সিংড়া পৌর সাবেক কমিশনার মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৗর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম খাজা,পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু,।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর আগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া )আসনে ফারজানা শারমিন পুতুল, নাটোর -২ (সদর -নলডাঙ্গা) রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটার  ৪  ( বড়াইগ্রাম-গুরুদাসপুর)আব্দুল আজিজ এবং  নাটোর ৩ সিংড়া অধ্যক্ষ আনেয়ারুল ইসলাম আনুর নাম   সম্প্রতি ঘোষণা করলে তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া  ্ও কোদ্বল দেখা দেয়।