নিজ নির্বাচনী এলাকা বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আড়িয়াল খাঁ নদী তীরে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু ও জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টার আগে দু’জন উপদেষ্টা অনুষ্ঠান স্থান ত্যাগ করার পর ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, স্থানীয়দের চাঁদার কারণে সেতুর কাজ স্থগিত রয়েছে। এই মন্তব্যের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রহমতপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রাজন সিকদার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ব্যারিস্টার ফুয়াদকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর স্থানীয়রা বিক্ষোভ মিছিলও বের করে।
উল্লেখ্য, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইতিপূর্বে তিনি নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তার অবদানের কথাও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি: তারেক রহমান
আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে, ইসিকে প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল