January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 9:25 pm

নির্বাচনের আগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৭ আগস্ট) বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল ইউনিট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করেছে এবং নির্বাচনের আগে ইসির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করবে।

হবিগঞ্জে পুলিশের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাকে দেখতে গিয়েছিলেন এবং ভুক্তভোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত হলে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে। হামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে এনেছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

—–ইউএনবি