December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 5:46 pm

নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, “আমরা ইতোমধ্যে নির্বাচনের ট্রেনে চড়ে বসেছি।” মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন— “তাহলে কি আমরা নির্বাচনের ট্রেনে উঠেছি?” জবাবে সিইসি বলেন, “হ্যাঁ, ট্রেনে ওঠা হয়ে গেছে।”

সাক্ষাৎ প্রসঙ্গে সিইসি জানান, চলতি মাসে প্রধান বিচারপতি অবসরে যাচ্ছেন, সেই উপলক্ষে সৌজন্য সাক্ষাতে এসেছি। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই বিদায়ী সাক্ষাৎই মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, নির্বাচনি অনুসন্ধান কমিটি (ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি) তারা ডেপ্লয় করবেন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এ কার্যক্রম যেন দ্রুত শুরু হয়, সে বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছি।

প্রধান বিচারপতি কোনো আশ্বাস দিয়েছেন কি না— জানতে চাইলে সিইসি বলেন, ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির ডেপ্লয়মেন্ট নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে— এমন আশ্বাসই তিনি দিয়েছেন।

তবে মামলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়নি বলেও জানান সিইসি।

এর আগে দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে পৌঁছালে সিইসিকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিইসির ভাষণ প্রস্তুত করা হয়েছে। আগামী বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এনএনবাংলা/