December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 12th, 2025, 4:02 pm

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, “যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চাইবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পতিত স্বৈরাচারের পার্টি হিসেবে তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের পরিবর্তে তাদের কর্মীরা রাইফেল-পিস্তল নিয়ে নেমেছে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করতে।”

তিনি আরও বলেন, “তারা ভেবেছিলো—অনেক মানুষকে খুন করলে ১৫ বছর সবাই চুপ ছিলো, আরও ১৫ বছর চুপ থাকবে। কিন্তু এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে।”

এনএনবাংলা/