January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 27th, 2023, 9:29 pm

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

জেলা প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই বোনের বাবা ও মা। মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মন্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আশা মনি (৭) ও তার ছোট বোন খাদিজা (২)। দুর্ঘটনায় তাদের বাবা রাশেদ শেখ (২৭) ও মা জোৎস্না বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। এ ছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুর ইসলাম তোতাও (৫৪) নিহত হয়েছেন। তিনি কাহালুর নারহট্ট এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

সদর থানার এসআই ইমতিয়াজ আহম্মেদ বলেন, মঙ্গলবার (২৭ জুন) সকালে কাহালু থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চার সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ছাড়া অটোচালকের লাশ স্বজনরা নিয়ে গেছেন। এসআই আরও বলেন, রাশেদ শেখ তার এক স্বজনের জানাজায় অংশ নিতে গাইবান্ধার বোনারপাড়ায় যাচ্ছিলেন। ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।