ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তাঁর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাবিলা নূর বলেন, শুরুতে চরিত্রটি নিয়ে তাঁর মধ্যে কিছুটা নার্ভাসনেস কাজ করছিল।
তিনি বলেন, “যখন তানিম ভাইয়া প্রথম আমাকে এই চরিত্রটির কথা বলেন, তখন একটু নার্ভাস ছিলাম। তবে পরে যখন জানতে পারলাম—একই সিনেমায় মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো অত্যন্ত মেধাবী ও দুর্দান্ত অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, তখন আগ্রহ অনেক বেড়ে যায়।”

সিনেমাটির চিত্রনাট্যও তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলে জানান এই অভিনেত্রী। সাবিলার ভাষ্যে, শক্তিশালী গল্প ও সংলাপ পুরো সিনেমার প্রতি তাঁর বিশ্বাস আরও দৃঢ় করেছে।
তিনি বলেন, “সেই সঙ্গে স্বাধীন ভাইয়া ও সামিউলের স্ক্রিপ্টের কথা বলতেই হয়। তারা এত সুন্দরভাবে সংলাপ লিখেছেন যে সবকিছু দেখার পর মনে হয়েছে—এটা সত্যিই খুব এক্সসাইটিং একটা জার্নি হবে।”
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে সাবিলা নূর আরও বলেন, “আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা দর্শকদের জন্য অনেক দুর্দান্ত কিছু একটা হবে।”

গুণী সহ-অভিনেতা, শক্তিশালী চিত্রনাট্য ও ভিন্নধর্মী গল্পের কারণে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের জন্য একটি নতুন ও আলাদা অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশাবাদী অভিনেত্রী সাবিলা নূর।
এনএনবাংলা/

আরও পড়ুন
মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ
নেপালকে উড়িয়ে সেমির দোরগোড়ায় বাংলাদেশ