December 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 12th, 2025, 8:28 pm

বাংলাদেশের প্রকৃত নায়ক আমাদের মুক্তিযোদ্ধারা—ফেসবুক পোস্টে তানজিম সাকিব

 

বিজয়ের মাসে বাংলাদেশ তাঁর স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে স্মরণ করছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতাযুদ্ধে অর্জিত বিজয় দেশবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই মহান অর্জনের পেছনে রয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান, যাদের ত্যাগ ও সাহস দেশের ভবিষ্যত গড়ে তুলেছে।

জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব এই মহান নায়ক ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিলো না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না। কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না। তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।”

সাকিব আরও উল্লেখ করেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগই আজকের জাতিকে সাহসী জাতিতে পরিণত করেছে। তিনি লিখেছেন, “যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন। যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ববোধ করি। বাংলাদেশের প্রকৃত নায়ক, প্রকৃত তারকা আমাদের মুক্তিযোদ্ধারা।”

উল্লেখ্য, তানজিম হাসান সাকিব ২০২৩ সালের এশিয়া কাপ থেকে জাতীয় দলে খেলা শুরু করেন। এর আগে তিনি ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয় করে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছিলেন।

এনএনবাংলা/