Wednesday, December 24th, 2025, 7:10 pm

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ, গাজীপুর-৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী গাজীপুর জেলা সেক্রেটারী প্রিন্সিপাল গাজী রুহুল আমীন কাসেমী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসময় দলীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলা সহসভাপতি মীর মোফাজ্জল হোসেন, উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন গাজীপুরী, পৌর শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাড়ীয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব মুফতি সাইদুল ইসলামসহ প্রমুখ।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।