January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 7:54 pm

বাউচারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে নিলো সিএসএ

অনলাইন ডেস্ক :

শাস্তিমূলক শুনানি শুরুর এক সপ্তাহেরও কম সময়ের আগে পুরুষ জাতীয় দলের কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ ‘আনুষ্ঠানিক ও সরলচিত্তে’ প্রত্যাহার করে নিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গেল ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এখনো বর্ণবাদ বিদ্যমান থাকার কথা উল্লেখ করে ২৩৫ পৃষ্ঠার রিপোর্ট জমা দেয় ‘স্যোসাল জাস্টিস অ্যান্ড ন্যাশন বিল্ডিং’ (এসজেএন)।’ সেখানে উল্লেখ করা হয় বাউচারের পাশাপাশি গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সও তাদের ক্যারিয়ারে কোনো না কোনো সময়ে বর্ণবাদে জড়িয়েছেন কিংবা পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। গত মাসে এই অভিযোগ থেকে নিষ্কৃতি পান স্মিথ। এবার রেহাই পেলেন বাউচারও। পল অ্যাডামস ও এনোক এনকবির শুনানিতে স্বাক্ষ্য না দেওয়ার সিদ্ধান্ত এবং সাবেক ডিরেক্টর অব ক্রিকেট স্মিথের খালাসের কারণে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যানের বিরুদ্ধে আর কোনো অভিযোগ টেকসই ছিল না বলে জানায় সিএসএ। গত বছরের জুলাই-অক্টোবরের মধ্যে একাধিক শুনানিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার সাক্ষ্য দেন যে তারা জাতীয় দলের অংশ থাকাকালে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্য করে গান গাওয়া ও তাদেরকে বিভিন্ন ডাকনামে ডাকার কথা স্বীকার করেছেন বাউচার। পরে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন। তাদের মধ্যে অ্যাডামস তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন বলে বোর্ডের আইনজীবীরা জানান।