December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 8:18 pm

বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন

 

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকেই লড়বেন শাহাদাত হোসেন সেলিম।

বিএনপিতে ফেরার পর শাদাহাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল দিয়েই আমার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। বিভিন্ন সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপি থেকে সরে থাকলেও অন্তরে সবসময় বিএনপিকেই ধারণ করেছি। ২০১২ সাল থেকে আবারও সরাসরি বিএনপির রাজনীতি করেছি।

তিনি আরও বলেন, “বিএলডিপির যারা বিএনপিতে এসেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে বিএলডিপিও মাঠে ছিল। তারেক রহমানের নেতৃত্বে সেই সংগ্রামের ধারাবাহিকতায় স্বৈরশাসকের পতন ঘটানো সম্ভব হয়েছে।

তিনি জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন শাহাদাত সেলিম অর্জন করেছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শাহাদাত সেলিম। তিনি ১২ দলীয় জোটের পক্ষ থেকেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

এ্যানী আরও বলেন, “আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরলেন। লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।”

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, “এক সময় তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন এবং ছাত্রদল নেতৃত্বেও ছিলেন।”

এনএনবাংলা/