January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 23rd, 2023, 8:28 pm

বিকিনি পছন্দ করেন না নুসরত

অনলাইন ডেস্ক :

বলিউডের অভিনেত্রী হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয় একটি নাম নুসরত ভারুচা। অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব তিনি। প্রায়ই নানান পোশাকে ফটোশুটের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে বিকিনিতে একেবারেই নাকি স্বচ্ছন্দ্য নন নুসরত। সম্প্রতি এমনটিই জানিয়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’র অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নুসরত ভারুচা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যখন আমাকে প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ১)-র একটা পুরো দৃশ্যের সিকোয়েন্স ছিল সৈকতে। কিন্তু ছবিটা দেখলে বুঝবে, ওই সৈকতে আমিই একমাত্র স্কার্ট পরে ঘুরছিলাম, কারণ, আমি সম্পূর্ণ বিকিনি পরি নাই।’ বিকিনি না পরার কারণ ব্যাখ্যা করে নুসরত বলেন, ‘আমি আমার পরিচালককে বলেছিলাম যে আমি বিকিনিতে স্বাচ্ছন্দ্য নই।

কারণ, বিকিনি পরার মতো শারীরিক ও মানসিক কোনোভাবেই আমি ঠিক স্বস্তি বোধ করি না। আর আমার জীবনে কখনও বিকিনি পরিওনি। সুতরাং, আমি জানি না কীভাবে এটা পরে স্বচ্ছন্দ্যে থাকতে হয়। আর তাই আমি প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ১) বিকিনি পরিনি।’ তবে আবার প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ২) তে সেই নুসরত ভারুচাকেই বিকিনি পরতে দেখা গিয়েছিল। নুসরতের কথায়, প্যায়ার কা পঞ্চনামার দ্বিতীয় পর্বে আমি বিকিনি পরেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত বিকিনি পরে থাকতাম। আমার দিকে কে দেখছে, কে কী ভাবছে এটাকে আমি আর পাত্তা দিইনি।

নিজেকে, নিজের ভাবনাকে ভেঙেছিলাম। আমি পরিচালককে বলেছিলাম এখন আমি বিকিনিতে স্বাচ্ছন্দ্য, এখন কোনোকিছুকে পাত্তা দিই না। এটা আমি করে পেরেছি, সেটা আমার কাছে বড় বিষয় ছিল।’ ২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নুসরত। ২০১০-এ ‘লভ সেক্স অউর ধোকা’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। তবে ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির হাত ধরেই নিজের পরিচিতি তৈরি করেন।