December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 7:23 pm

বিকেএসপির লিজেন্ডারি খেলোয়াড়দের নাম উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন-সেইসব ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়দের চিহ্নিত করে নাম ফলকে উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। মহাপরিচালক তার বক্তব্যে লিজেন্ডদেরকে আলোকিত মানুষ হিসেবে অভিহিত করেন এবং তাদের কারনেই বিকেএসপি তথা দেশ আলোকিত। অনুষ্ঠানে উপস্থিত লিজেন্ডারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তোরিয় পরিয়ে দেন।

অডিও ভিজ্যুয়ালের অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সাথে নিয়ে র‌্যালিতে অংশনেন এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পার্শ্বে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন করেন। মহাপরিচালক লিজেন্ডদের নামের তালিকা এভাবে উন্মোচনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও মনোনিবেশ করবে বলে মনে করেন । অনুষ্ঠানে বিকেএসপির সকল শিক্ষক-প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম “বিকেএসপি লিজেন্ডস” তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়। লিজেন্ড তালিকায় যারা ছিলেন তারা হলেন- আর্চারির-মো: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি , আব্দুর রহমান আলিফ  ও মো: সাগর ইসলাম। এ্যাথলেটিক্সে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো: জহির রায়হান ও শিরিন আক্তার। ক্রিকেটে এ এম নাইমুর রহমান দূর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল হক সৌরভ, লিটন দাশ ও মারুফা আক্তার। ফুটবলে- মো: মাসুদ রানা, হাসান আল মামুন, মোঃ মনোয়ার হোসেন , ফিরোজ মাহমুদ টিটু, মো: জাহিদ হাসান এমিলি, মো: জাহিদ হোসেন, মো: মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আখি খাতুন , মো: রহমত মিয়া, ঋতুপর্না চাকমা, আফাইদা খন্দকার ও শেখ মোরসালিন । হকিতে-  আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মোঃমাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো: মামুনুর রহমান চয়ন। শ্যূটিং এ-  আসিফ হোসেন খান , শারমিন আক্তার  ও  আব্দুল্লাহ হেল বাকি। সাঁতারে-কারার মিজানুর রহমান , মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা। বাস্কেটবলে-  মিঠুন কুমার বিশ্বাস, মোঃ সামসুজ্জামান খান ও মোঃ খালেদ মাহমুদ আকাশ, বক্সিং এ- মোঃ আব্দুর রহিম এবং টেনিসে- এস, কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।