বিজয়ের মাস ডিসেম্বরেই বড়পর্দায় দেখা যাবে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। দুই বোনের ভালোবাসা, ত্যাগ ও জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন ‘খাঁচা’সিনেমার নির্মাতা আকরাম খান।
মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশীকাঁথার অনুভব মিলবে সিনেমাটিতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা দুই বোনের জীবনে যে করুণ পরিণতি ডেকে আনে—তারই গভীর আখ্যান ‘নকশীকাঁথার জমিন’।
গত অক্টোবর থেকে সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তবে বিজয়ের মাসকে কেন্দ্র করে এটি আবারও বড়পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।
‘নকশী কাঁথার জমিন’ র একটি ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া আহসান। জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় রাশিয়ান কালচারাল সেন্টারে বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে ছবিটি।
শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর জন্য হল ভাড়া ও ইউটিলিটি বিল নির্বাহে সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে— ছাত্র-ছাত্রী ১৫০ টাকা ও পেশাজীবীদের জন্য ২০০ টাকা। আসন নিশ্চিত করতে অনলাইনে রেজিস্ট্রেশনের অনুরোধও জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিকে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশের প্রকৃত নায়ক আমাদের মুক্তিযোদ্ধারা—ফেসবুক পোস্টে তানজিম সাকিব
‘তুমিহীনা’ সম্পূর্ণ আমার মতো একটি গান: নদী
কলকাতায় যাচ্ছেন মেসি, শহরজুড়ে উৎসবের আমেজ