মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীতে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিতব্য প্যারাজাম্প কর্মসূচির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপপ্রকল্প পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাজাম্প চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নির্ধারিত সময় শেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক নিয়মে পুনরায় শুরু হবে।
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের নির্ধারিত সময়ে ভ্রমণ পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

আরও পড়ুন
সহিংসতার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা
সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
সুদানে সেনা হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭