অনলাইন ডেস্ক :
শুক্রবার (২১ মে) এক বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আতাহিরুসহ ১১ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স, বিবিসি ও খালিজ টাইমসের।
নাইজেরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকেও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে শুরু করেছে।
শুক্রবার সেনা প্রধান এক অফিসিয়াল সফরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রাজ্য কাদুনায় যাচ্ছিলেন। যেখানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। সেনা প্রধানকে বহনকারী বিমানটি কাদুনা বিমানবন্দরের কাছাকাছি যাওয়ার পর পরই বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় সেনা প্রধান, তার সহকারীসহ ১১ জন নিহত হয়েছেন।
এ নিয়ে গেল গেল তিন মাসের মধ্যে নাইজেরিয়ায় তিনটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন আতাহিরুকে। নিয়োগ পাওয়ার চার মাসের মাথায় মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
আরও পড়ুন
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য