অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি দুই লাখ ছাড়াল। বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি দুই লাখ ২১ হাজার ৮৩০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৩০ হাজার ৯৩৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৩ লাখ পাঁচ হাজার ৪১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৫ হাজার ৮২৪ জন।
রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৯ হাজার ৯৬১ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ ১৯ হাজার ৪৯১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৫৭ জনে।
আরও পড়ুন
হামলার আগে গাজার অধিবাসীদের শহর ছাড়তে বললো ইসরায়েল
ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ৩৬৪ জন
প্রতিরক্ষা বিভাগের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের