Saturday, September 25th, 2021, 12:22 pm

বিশ্বে করোনা আক্রান্ত ২৩ কোটি ১১ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১১ লাখ ৫ হাজার ৭৪৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৩৬ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৬০৪ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার ৭৯৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ২৮ লাখ ৫২ হাজার ৭১১ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৮৭ হাজার ৭৮ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৩ হাজার ৬৬৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৩ লাখ ১৭ হাজার ৬১৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শুক্রবার পর্যন্ত মোট তিন কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৬ হাজার ৩৬৮ জনে।