January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 12:25 pm

বিশ্বে করোনা আক্রান্ত ২৮ কোটি ৬৪ লাখ ছাড়ালো

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৬৪ লাখ ছাড়ালো।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৫৮৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৪ লাখ ২৯ হাজার ১২৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ৪৩ লাখ ছয় হাজার ৭৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২৪ হাজার ৩০১ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ২৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৮১ হাজার ৬৪৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি দুই লাখ ৯৯ হাজার ৯২৩ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ এক হাজার ৭৯১ জন পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৮ লাখ ২২ হাজার ৪০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮০ হাজার ৮৬০ জনে।