December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 20th, 2021, 12:38 pm

বিশ্বে সাড়ে ১৬ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত

অনলাইন ডেক্স :

বিশ্বে এ পর্যন্ত সাড়ে ১৬ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৪ লাখ ৩১ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (২০ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৩৪১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ১১ হাজার ২২৭ জনের।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৩১ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ১৮৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ১৩ হাজার ৯৪৩ জন।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৪ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ৩০১ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ২ হাজার ৩২৪ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১ হাজার ৯৪৯ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৪১ হাজার ৮৬৪ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৮৭ হাজার ১৫৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।