পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালনকে অপসারণ করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে একদল সেনা নিজেদের এই অধিগ্রহণের ঘোষণা দেয় এবং সরকার ভেঙে দেওয়ার কথা জানায়।
ঘোষণায় সৈন্যরা আরও জানায়, নবগঠিত ‘পুনর্গঠনের জন্য সামরিক কমিটি’র প্রধান হিসেবে লেফটেন্যান্ট কর্নেল পাস্কাল টিগ্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৬০ সালে ফ্রান্সের শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর দেশটিতে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থান ঘটেছে। বিশেষ করে স্বাধীনতার পরবর্তী কয়েক দশক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়েই কেটেছে।
তবে ১৯৯১ সালে মার্কসবাদী-লেনিনবাদী নেতা ম্যাথিউ কেরেকোর দুই দশকের শাসন পর্ব শেষ হওয়ার পর থেকে বেনিন তুলনামূলক স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে। কেরেকোই দেশটির নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বেনিন করেছিলেন।
২০১৬ সাল থেকে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনের আগামী এপ্রিলে পদত্যাগ করার কথা ছিল।
এদিকে বেনিনে নিযুক্ত ফরাসি দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্টের বাড়ির কাছেই অবস্থিত ক্যাম্প গুয়েজোতে গোলাগুলির খবর পাওয়া গেছে। নিরাপত্তার স্বার্থে দূতাবাস তাদের নাগরিকদের পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত বাড়ি থেকে না বের হওয়ার নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৬ নভেম্বর গিনি-বিসাউয়ে সেনা কর্মকর্তাদের একটি দল দেশটির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছিল। তার একদিন আগে সেখানে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে দুই শীর্ষ প্রার্থীই নিজেকে বিজয়ী দাবি করেছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি: তারেক রহমান
আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে, ইসিকে প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল