Saturday, December 27th, 2025, 6:31 pm

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ. কে.এম. আমিনুল ইসলাম  মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে  মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অধ্যাপক এ. কে.এম আমিনুল ইসলাম নাসিরনগরবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে  বলেন,দূর্নীতি,সন্ত্রাস  ও মাদকমুক্ত  নাসিরনগর গড়ে তোলা এবং এ জনপদের অগ্রগতি,উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

তাই “এই আসনে আগে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা জনগণের প্রত্যাশিত কাজগুলো করতে পারেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলো করতে চাই। নাসিরনগর স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। এ সময় উপজেলা সাবেক আমীর সায়েদ আলী,উপজেলা সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম (খোকন),যুব বিভাগের সভাপতি কারী লুৎফর রহমান রমজান, অফিস সম্পাদক মুরাদ হোসেন চকদার,বুড়িশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আওয়াল পরশ, গোকর্ণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা কবির আহমদ, কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুনির হোসেন তালুকদার, ভলাকুট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু গনি,গুনিয়াউক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজি লিয়াকত আলী, ফান্দাউক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাসুক মিয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হামিম ইসলাম, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক জুনায়েদ হাসান,গোকর্ণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুল হাসান, কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা  তোফাজ্জল হক চৌধুরী, বুড়িশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা  সাদেকুর রহমান, হুসেন মিয়াসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।