অনলাইন ডেস্ক :
মক্কায় মঙ্গলবার এবং বুধবার রাতে বজ্রসহ তুমুল ঝড়-বৃষ্টি আঘাত হানে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে একজনের প্রাণহানি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আল-তাওয়াইম। তিনি মিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার গাড়িতে বন্যার পানি ঢুকে যায়। তখন সেখানে আটকা পড়ে তার মৃত্যু হয়। হজযাত্রীরা মক্কার গ্র্যান্ড মসজিদে কাবা প্রদক্ষিণ করার সময় মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলে বজ্রপাত হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেছেন, ঝড়টি ২৪ ঘণ্টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং ৪৫ মিলিমিটার বৃষ্টি নিয়ে এসেছে।
মসজিদের বাইরের থাকা মুসল্লিরা তীব্র বাতাসের কারণে পড়ে যাচ্ছিল। আশপাশের অনেক কিছু তখন উড়তে দেখা গেছে। মক্কা গভর্নরেট বলেছে, বৈরি আবহাওয়ার কারণে স্কুল বন্ধ থাকবে। সকলের নিরাপত্তার স্বার্থে ই-লার্নিং প্ল্যাটফর্মে ক্লাস পরিচালনা করা হবে। আবহাওয়া কেন্দ্র মক্কা অঞ্চল এবং পশ্চিম সৌদি আরবের অন্যত্র আরও ঝড়ের সতর্কবার্তা দিয়েছে।
আরও পড়ুন
ইসরায়েলের বোমার আঘাতে হামাসের মুখপাত্র আবু ওবেইদা নিহত
ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাসভবনে রাতভর হামলা-ভাঙচুর ও লুটপাট
বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, কাউন্সিল ভবনে আগুন, নিহত ৩