January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 9:01 pm

মণিপুরে গভীর রাতে গুলিবর্ষণে ৯ জন নিহত

অনলাইন ডেস্ক :

ভারতের মণিপুরে নতুন করে শুরু হয়েছে সহিংসতা। এই সহিংসতা শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় একজন নারীসহ নয়জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার ভারতের মনিপুরের খামেনলোক এলাকায় গভীর রাতে গুলি চালানোর ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ইমফল শহরে নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে।

ভারতের মণিপুরের মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় এই ঘটনাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার রাতে গুলিবর্ষণের ঘটনার পর ওই অঞ্চলের কারফিউ এর শিথিলতার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বর্তমানে, ভারতের মণিপুরের ১৬টি জেলার মধ্যে ১১টি জেলায় কারফিউ এর অধীনে রয়েছে। কোন ধরণের গুজব যাতে সহিংসতা বাড়াতে না পারে সে জন্য মনিপুর রাজ্য জুড়ে ইন্টারনেট স্থগিত করা হয়েছে।