Sunday, January 4th, 2026, 1:17 pm

মাদুরোকে পাঠানো হলো বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

 

ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার তাদের বহনকারী বিমানটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে অবতরণ করে।

বিমানঘাঁটিতে পৌঁছানোর পর মাদুরো ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাদের যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর কার্যালয়ে হাজির করা হয়। প্রাথমিক আইনি কার্যক্রম শেষ হলে তাদের ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়।

মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

এদিকে, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে কলম্বিয়া। একই সময়ে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা, সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।

মাদুরোর হাঁটার ভিডিও প্রকাশ

নিউইয়র্কে পৌঁছানোর পর আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ভিডিওটি ডিইএর নিউইয়র্ক কার্যালয়ে তাকে নেওয়ার সময় ধারণ করা হয়।

ভিডিওতে দেখা যায়, কালো রঙের হুডি পরিহিত মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি যে নীল কার্পেটের ওপর দিয়ে হাঁটছিলেন, সেখানে ‘ডিইএ এনওয়াইডি’ (মাদক নিয়ন্ত্রণ সংস্থা, নিউইয়র্ক বিভাগ) লেখা ছিল।

হাঁটার সময় কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে মাদুরোকে ‘শুভ নববর্ষ’ বলতে শোনা যায়। পরে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান সংশ্লিষ্ট অঞ্চলে উদ্বেগজনক প্রভাব ফেলতে পারে এবং এটি একটি বিপজ্জনক নজির তৈরি করতে পারে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি—যা গভীর উদ্বেগের বিষয়।

মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

এনএনবাংলা/পিএইচ