মিয়ানমারের একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থলে থাকা এক সহায়তাকর্মী জানান, সামরিক বাহিনী একটি হাসপাতালে বিমান থেকে বোমা নিক্ষেপ করে এ হামলা চালায়। এতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। চলতি মাসে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে দেশজুড়ে হামলা জোরদার করেছে সামরিক জান্তা। খবর এএফপি।
সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য, ২০২১ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা বাহিনী বিমান হামলা বৃদ্ধি করেছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেনাবাহিনী।
সহায়তাকর্মী ওয়াই হুন অং জানান, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের জেনারেল হাসপাতাল লক্ষ্য করে সামরিক বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।
তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে ৩১ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।” এ ঘটনায় ৬৮ জন আহত হয়েছেন, এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন: মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল
হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত
মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা