মোঃ মোশাররফ হোসেন মনির,কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক হাজার পিছ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নে আমীননগর এলাকার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে ওই পাঁচ মাদক ব্যবসায়ীদের আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো, মুরাদনগর উপজেলার বি-চাপিতলা গ্রামের খবির উদ্দিন ভূইয়া(৪০), একই গ্রামের ওয়ারিশ সরকার(৩৫), পৈয়াপাথর গ্রামের আনোয়ার হোসেন(২৪), শাহগোদা গ্রামের নিয়াজ উদ্দিন(৪৫) ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার শাহাপুর পূর্ব পাড়ার এলাকার আবুল কালাম আজাদ (ফরিদ মিয়া)’র ছেলে ফখরুদ্দিন বাবু(২২)।
কুমিল্লা জেলা ডিবির ওসি আনোয়ারুল আজিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মুরাদনগর উপজেলার আমীননগর এলাকায় ডিবি পুলিশের এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় চিহ্নিত পাচঁ মাদক ব্যাবসায়িদের ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুরাদনগরে এক হাজার পিছ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক
মুরাদনগর উপজেলায় ইয়াবাসহ পাচঁ মাদক ব্যাবসায়িকে আটক করে জেলা ডিবি পুলিশ

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার