মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিচোআকান রাজ্যে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) মেক্সিকোর আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বরাতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ান–এর একটি পুলিশ স্টেশনের সামনে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনার পরপরই তদন্তের দায়িত্ব নেয় অ্যাটর্নি জেনারেলের দপ্তর।
রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, প্রথমে তিনজন নিহতের কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে তিনজন স্থানীয় পুলিশ কর্মকর্তা ছিলেন।
ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন
ডেঙ্গুতে ঢাকায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ জন
১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার