যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাধিক মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে ফ্লোরিডা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
ফ্লোরিডার আলিমান মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস খান। অন্যদিকে মায়ামির হোম স্টেটাস এলাকায় মসজিদুল মুমিনে দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার।

হলিউড সিটির দারুল উলুম মসজিদে মো. মাসুদ, মো. বাবর ও আলমগীরের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়। একই দিন ডেভি সিটির মসজিদ খলিলেও আলী হোসেন আশিকের নেতৃত্বে মোনাজাত পরিচালিত হয়।
এছাড়া সানরাইজ মসজিদে সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, মায়ামী গার্ডেনের মসজিদে মো. ফাহিম হোসেন এবং মায়ামির মসজিদে তাকওয়ায় মো. রাকিব দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুন
ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি: তারেক রহমান
আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে, ইসিকে প্রধান উপদেষ্টা
নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে এবি পার্টির ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান