April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 17th, 2025, 10:57 am

রংপুরে গাজায় হামলার প্রতিবাদে ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের আধাবেলা ধর্মঘট পালিত

রংপুর ব্যুরো: রংপুরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত  নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়। নগরীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনি শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকেই নগরীর ছোট-বড় বিপণিবিতান, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে কর্মচারী ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপার মার্কেটের সামনে সমবেত হন। সেখানে আধাবেলা ধর্মঘটে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। পরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দোকান মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় অনেকেই আবেগাপলুত হয়ে পড়েন এবং আল্লাহর দরবারে ফিলিস্তিনবাসীর জন্য প্রার্থনা করেন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে  সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনী শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হয়। ইসরায়েলের সকল পণ্য বয়কটের সিদ্ধান্তও নেওয়া হয়।

পরে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া সবাইকে নিয়ে একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলীর, সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বারের পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ ।

ধর্মঘটে অংশ নেন রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার  মানুষ।