নিজস্ব প্রতিবেদক, রংপুর:
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয় ।
বুহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান অতিথি ছিলেন রংপুর পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাক্তার শেখ মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মো: মাহমুদুল ইসলাম ,সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাক্তার ইরপিতা মুনতাহা।এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক শেখ শহিদুজ্জামান , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সিহাব উদ্দিন শেখ, ডাক্তার মুহতারিমা বেগম প্রমূখ ।
সভায় বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাাণ কেন্দ্র ,মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বেসরকারী এনজি ও ক্লিনিকে ১৪-১৯ অক্টোবর ৬দিন ব্যাপী পর্যন্ত সেবা প্রদান করা হবে । এতে রংপুর জেলার প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক এবং স্যাটেলাইট ক্লিনিকে উপস্থিত দম্পত্তির মধ্যে সেবা প্রদান করা হবে । পরিবার পরিকল্পনা,নিরাপদ মাতৃত্ব ,মা ও শিশু স্বাস্থ্য বাল্যবিবাহ , বয়সন্ধিকাল, স্বাস্থ্যসেবা বিষয়ে মাঠ পর্যায়ে ও মাধ্যমিক স্কুল গুলোতে চলচিত্র প্রদর্শণীর মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্য়ক্রম জোরদার করা হবে । এতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাথে সম্পৃক্ত বেসরকারী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি