রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুর্বনা রায় (৬০) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজ বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রোববার ভোরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে স্থানীয় বাসিন্দা দীপক নামে এক প্রতিবেশী বাড়ির মূল গেটের সামনে মই দিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে সুর্বনা রায়ের মরদেহ রান্নাঘরে এবং পরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ ডাইনিং রুমে পড়ে থাকতে দেখতে পান। এরপর তিনি বিষয়টি স্থানীয়দের অবহিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতি বাড়িতে একাই থাকতেন। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তাদের দুই ছেলে বর্তমানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যা কোন কারণে সংঘটিত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দম্পতিকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন, উপজেলা পুলিশ ও রংপুর গোয়েন্দা বিভাগ (ডিবি) ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি: তারেক রহমান
আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে, ইসিকে প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল