January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 8:18 pm

লন্ডনে নওয়াজের কাছে ছুটে গেলেন শাহবাজ

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে নওয়াজ শরিফ শাহবাজের কাছে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, কিংবা সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি তার বড় ভাইও। দলের পক্ষে সেই সাক্ষাতের একটি ভিডিও টুইট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দুজনে পরস্পর শুভেচ্ছা বিনিময় করছেন। নওয়াজ শরিফের মেয়ে তথা রাজনীতিবিদ মারিয়ম নওয়াজ শরিফও একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাশাল্লাহ’। সংবাদমাধ্যমকে বলা হয়েছে, দুপক্ষের মধ্যে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। এদিকে নওয়াজ শরিফ অবশ্য আগেই জানিয়েছিলেন, তিনি শাহবাজসহ অন্যান্যের সঙ্গে দেখা করবেন। পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, পিএমএল-এন একটি বড় সিদ্ধান্ত নেবে। দুর্নীতির মামলায় কয়েক মাস কারাভোগের পর ২০১৯ সাল থেকেই লন্ডনে থাকেন নওয়াজ শরিফ। মূলত অসুস্থতার কথা উল্লেখ করেই তিনি লন্ডনে রয়েছেন। নওয়াজের অনুপস্থিতিতে শাহবাজ পিএমএল-এনের নেতৃত্ব দিচ্ছেন। অনাস্থা প্রস্তাবে ইমরানকে হটিয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। গত এপ্রিলে নওয়াজ শরিফ পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গেও মিটিংয়ে বসেছিলেন। পরবর্তী সময় এ বিলাওয়াল ভুট্টোই পাকিস্তানের মন্ত্রী হয়েছেন।