October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 25th, 2023, 7:44 pm

লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি

সর্বশেষ দাম বৃদ্ধির পর অভ্যন্তরীণ বাজারে প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ এক হাজার ২৪৪ টাকায় পৌঁছেছে। যা এ যাবৎকালে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকায়।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য মনিটরিং স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

স্বর্ণের নতুন দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৭৭৭ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় বাজারে অম্লীয় স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

নতুন দাম অনুযায়ী, সেরা মানের বা ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। ২১ ক্যারেটের নিখাদ স্বর্ণের দাম ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৮১৪ টাকা এবং প্রচলিত স্বর্ণের দাম ৬৯ হাজার ৫১ হাজার টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট রূপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ 1633 টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রতি ভরি ১ হাজার ৫০ টাকা।

গত ১৭ আগস্ট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল, সেই দাম অনুযায়ী আজ পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ৯৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৫৯৫ টাকায়, ১৮ ক্যারেট বিক্রি হচ্ছে ৮১ হাজার ৫৯৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৭ হাজার ৫৩৫ টাকায়।

—-ইউএনবি