জেলা প্রতিনিধি, লালমনিরহাট :
লালমনিরহাট সদর উপজেলায় একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২২ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জনগন ও পুলিশ জানায়, সকালে কয়েকজন মহিলা গরুর ঘাশ কাটার জন্য জমিতে গেলে পাট ক্ষেতে একটি মরদেহ পরে থাকতে দেখতে পায়। পরে তাদের চেচামেচিতে স্থানীয় আরো কিছু লোকজন ছুুুটে আসে এবং থানা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ সময় লাশের পাশে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহৃত কিছু কাপড় ও একটি কম্বল পাওয়া যায় বলে পুলিশ নিশ্চিত করেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, লাশের পরিচয় নিশ্চিত কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত মৃত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার