January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 8:26 pm

লালাবাজারে লুয়েট যাকাত তহবিলের অর্থে কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট:

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট (লুয়েট) ইউকে’র যাকাত তহবিল-২০২২এর অর্থে দরিদ্র কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ করা হয়েছে।
১১ মে বুধবার বিকেলে লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরীর বাসভবনে ট্রাক্টর বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট (লুয়েট) ইউকে’র উপদেষ্টা এমএ সালমান জেপি’র সভাপতিত্বে ও খায়রুল আফিয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মোঃ খিজিরুল হক, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতিন, কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগের সাধারন সম্পাদক কামারুজ্জামান খান ফয়ছল, ইউপি সদস্য হোসাইন আহমদ মোক্তার। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী জিতু মিয়া, সমাজসেবী ফাহিম মাহমুদ ফুরুক, আব্দুল হক জগলু, দি নিউ ন্যাশন এর সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের তিনজন কৃষককে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট (লুয়েট) ইউকে’র যাকাত তহবিল-২০২২এর অর্থে ট্রাক্টর প্রদান করা হয়।