অনলাইন ডেস্ক :
অভিনেত্রী মেহবুবা মেহনুর চাঁদনী। ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে। তবে অভিনয় কিংবা মডেলিং-এ চাঁদনীর অবয়ব দেখা কমতে শুরু করে সংসার জীবনে পদার্পনের পর। মাঝে মধ্যে একক নাটকে চাঁদনীকে দেখা যায়। নাচের অনুষ্ঠানেও মাঝগেমধ্যে দেখা যায়। কোনোটার ধারাবাহিকতাই পাওয়া যায় না। সোমবার দুপুরে ফোন করলেই ও প্রান্ত থেকে ব্যস্ত কণ্ঠস্বর শোনা যায়। চাঁদনী ক্লাসে। শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন অধ্যয়ন বুঝিয়ে দিচ্ছেন। এরপরেই জানালেন শিক্ষকতা পেশাতেই এখন তিনি ব্যস্ত।
জানা গেছে, চাঁদনী রাজধানীর বাড্ডা এলাকার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করছেন। চাঁদনী বললেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছি। তাঁদের সঙ্গে কথা বলে, তাঁদের পড়িয়ে, শিখিয়ে আমার সুন্দর সময় কাটছে। যার ফলে শোবিজের কাজের জন্য সময় বের করা মুশকিল হয়ে যাচ্ছে। তবে নাচ যেহেতু আগ্রহের জায়গা, সময় পেলে নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করি।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম