December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 4:18 pm

সন্ত্রাস বিরোধী আইনে আনিস আলমগীর গ্রেপ্তার

 

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় করা অভিযোগটি মামলায় রূপ নিয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে জানান, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বর্তমানে ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পক্ষ থেকে আসছেন। পরে থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখানো আনিস আলমগীরকে আদালতে হাজির করা হবে।

এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে অপর দুই অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজের।

এনএনবাংলা/