December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 3:02 pm

সাংবাদিক আনিস আলমগীরকে বিকেলে আদালতে তোলা হবে

 

রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে রোববার সন্ধ্যায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায়।

তিনি বলেন, ডিবি কর্মকর্তারা তাকে জানিয়েছেন—তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

আনিস আলমগীর আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে নেওয়া হলেও রাত ৮টায় ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর তিনি অপেক্ষায় ছিলেন এবং তখনও ডিবি প্রধানের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

এদিকে সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়েই আছেন এবং তার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএনবাংলা/