December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 14th, 2025, 5:15 pm

সিডনির বন্ডি সৈকতে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত, আহত ১২

 

অস্ট্রেলিয়ার সিডনি শহরের বিখ্যাত বন্ডি বিচে রোববার বিকেলে সংঘটিত গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। পুলিশের ধারণা, নিহতদের মধ্যে একজন হামলাকারী থাকতে পারেন।

স্থানীয় সময় বিকেলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অপর এক সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা সংকটাপন্ন। এছাড়া ঘটনাস্থলে আরও অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, সিডনির অন্য কোথাও এই ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো হামলার খবর পাওয়া যায়নি। জনগণকে অনির্দিষ্ট ও যাচাইহীন গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আছে কি না তা খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে।

পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে, এই হামলার সঙ্গে বন্ডি বিচে চলছিলো হনুকা উৎসবের কোনো সম্পর্ক আছে কি না।

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া: ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’

ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বন্ডি বিচের পরিস্থিতিকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ উল্লেখ করেছেন। তিনি জানান, নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার এবং ফেডারেল পুলিশের কমিশনারের সঙ্গে আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “পুলিশ ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে সমন্বয় করে আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। নিশ্চিত তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।”

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

ঘটনার সময় বন্ডি বিচে হনুকা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারি নামের একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, হঠাৎ গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ব্যারি বলেন, “সেতুর ওপর দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি ভিড় লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।”

তিনি আরও উল্লেখ করেন, তিনি মাটিতে পড়ে থাকা মানুষদের দেখে সঙ্গে সঙ্গে সন্তানদের নিয়ে এলাকা ত্যাগ করেন এবং পরে বন্ধুর গাড়িতে চেপে সেখান থেকে চলে যান।

হনুকা উৎসবের সময় ঘটনা

স্থানীয় পুলিশ ও আয়োজকদের তথ্য অনুযায়ী, বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুকার প্রথম দিন উপলক্ষে ‘চানুকা বাই দ্য সি ২০২৫’ নামের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান বিকেল ৫টায় শুরু হওয়ার কথা ছিল। বন্ডির ইহুদি কেন্দ্র চাবাদ আয়োজনটি পরিচালনা করেছিল। এতে সব বয়সের মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম ছিল।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলমান। জনসাধারণকে বন্ডি বিচ এলাকা এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। গোলাগুলির পরে শত শত মানুষ আতঙ্কে সৈকত এলাকা ত্যাগ করেছেন, খবর দিয়েছে জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যম।

১৯৯৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা

পুলিশের তথ্য অনুযায়ী, ১০ জন নিহত হওয়ায় এটি ১৯৯৬ সালের পোর্ট আর্থার হামলার পর অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী গণ-গুলির ঘটনা।

স্মরণ করানো যায়, ১৯৯৬ সালে তাসমানিয়ার পোর্ট আর্থারে এক বন্দুকধারীর হামলায় ৩৫ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। ওই ঘটনার পর অস্ট্রেলিয়ায় কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন চালু হয়, অস্ত্র পুনঃক্রয় কর্মসূচি ও মালিকদের ওপর কড়াকড়ি নজরদারি শুরু হয়। এর ফলে বন্দুক হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এরপর অস্ট্রেলিয়ায় খুব কম সংখ্যক গণ-গুলির ঘটনা ঘটেছে, বেশির ভাগই পারিবারিক সহিংসতার সঙ্গে সম্পর্কিত। আজকের ঘটনা সেদিকে সম্পূর্ণ ভিন্ন এবং দেশটির জন্য এক গভীর ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

এনএনবাংলা/