দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিমানযোগে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। এ উপলক্ষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় হওয়ার আশঙ্কায় সেখানে কোনো ধরনের সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এতে আরও উল্লেখ করা হয়, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়ে সমবেত হওয়া বা ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ সিলেট বিভাগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল শুরু
মোদির বোন সেজে যে দিল্লি বসে আছে তাকে বাংলাদেশে পাঠান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির