Thursday, October 12th, 2023, 7:31 pm

সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে তার বারিধারার বাসভবনে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া বৈঠকে বিএনপির প্রতিনিধিদল বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

—ইউএনবি