December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 9:12 pm

সৌদি প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি

অনলাইন ডেস্ক :

সৌদি আরবে আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে হজের কার্যক্রম। হজযাত্রীদের সুবিধা দেওয়ার জন্য দেশটির কর্তৃপক্ষ নিয়েছে নানা ধরনের উদ্যোগ। এরই অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ এ বছর প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। অর্থাৎ গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলবে। খবর সৌদি গেজেটের। প্রতিবেদনে বলা হয়েছে, এই মৌসুমে হজযাত্রীদের সেবা দিতে প্রথমবারের মতো চালকবিহীন বৈদ্যুতিক বাসের উদ্বোধন করতে যাচ্ছে সেখানের পরিবহন কর্তৃপক্ষ। এটির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টেকসই ও পরিবেশ-বান্ধব পরিবহনের নিশ্চয়তা দেওয়া। বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন হজযাত্রীরা।

স্ব-চালিত বাসগুলো পূর্বনির্ধারিত রুটে মানুষের হস্তক্ষেপ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্যামেরা ও পার্শ্ববর্তী সেন্সর ব্যবহার করে চলাচল করবে। জানা গেছে, প্রত্যেকটি গাড়িতে ১১টি আসন থাকবে। এক চার্জে এটি চলতে পারবে ছয় ঘণ্টা। তাছাড়া ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৩০ কিলোমিটার। মূলত হজযাত্রীদের পরিবহনখাতে সুবিধা ও এই প্রযুক্তির সম্ভাব্যতা যাচাই করতেই চালকবিহীন গাড়ির উদ্বোধন করা হচ্ছে। তাছাড়া আগামী বছরগুলোতে বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।