December 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 12th, 2025, 9:18 pm

হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলাকে “নির্বাচন বানচালের সুপরিকল্পিত চক্রান্ত” হিসেবে আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসীদের প্রতিহত করতে জনগণকে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

শুক্রবার দুপুরে চলন্ত রিকশায় থাকা হাদির ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলকারীরা গুলি চালায়। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির এই নেতার অবস্থা আশঙ্কাজনক। বিকেলে তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এদিকে শুক্রবার দেওয়া বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তপসিল ঘোষণার পরদিন প্রকাশ্যে একজন এমপি প্রার্থী ও ‘জুলাই যোদ্ধা’র ওপর গুলিবর্ষণ নির্বাচনকালীন নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, সকল প্রার্থী, কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি হামলাটি পতিত ফ্যাসিস্ট শক্তির নির্বাচন বানচালের কোনো পরিকল্পনা কিনা—তা গভীরভাবে খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, গত ১৩ নভেম্বর ওসমান হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান—৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হত্যা ও তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয় প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এনএনবাংলা/