ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তাঁর ভাষায়, মাঝে মধ্যে এ ধরনের দু-একটি খুনখারাবির ঘটনা ঘটে, তবে নির্বাচনের ওপর এর কোনো প্রভাব নেই।
সোমবার সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সবাইকে নিয়ে নির্বাচনে অংশ নিতে ইসি এগিয়ে যাবে। দুশ্চিন্তার কিছু নেই বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান পরিস্থিতিকে ২০২৪ সালের তুলনায় অনেক ভালো উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সে সময় মানুষ স্বস্তিতে ঘুমাতে পারত না, আর এখন মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়েই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি আরও বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন নির্ভর করছে তরুণ সমাজের শক্তির ওপর। উনসত্তর, একাত্তর ও চব্বিশে তরুণরা তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, কারণ এতে পোস্টাল ভোটিং চালু হচ্ছে এবং একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। ইসির এই সাহসী উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সহজ হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস
ডেভিল হান্টে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রলয় চাকী আটক
সিডনির বন্ডাই বিচ ট্র্যাজেডি: হামলাকারী ভারতের নাগরিক